নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম নজরুল ইসলাম ফকিরকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাত পৌনে ৯টার দিকে শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার কারা হয়।

নজরুল ইসলাম ফকির সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগেরও নেত্রকোনা জেলা কমিটির সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

দলীয় ও পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এরমধ্যে ১ সেপ্টেম্বর শহরের কাটলি এলাকার বাসিন্দা বিএনপি কর্মী মো. আল আমিন বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান, জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম নজরুল ইসলাম ফকিরসহ ৫৪ জনকে আসামি করা হয়। ওই মামলায় আজ নজরুল ইসলাম ফকিরকে কুড়পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ কে এম নজরুল ইসলাম ফকিরের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। নেত্রকোনা মডেল থানার ১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।