নেত্রকোনায় বাস-সিএনজির সংঘর্ষ, আওয়ামী লীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা কামরুজ্জামান কামাল (৫২) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলার আটপাড়া উপজেলার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। তবে মাঝেমধ্যেই তিনি গ্রামের বাড়িতে আসা যাওয়া করতেন। বুধবার সকালে নেত্রকোনা থেকে সিএনজি দিয়ে আটপাড়া গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় পথে নেত্রকোনাগামী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহত কামালের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম কামাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।