ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দা সড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মহাসড়ক অবরোধকারীদের দাবি, স্থানীয়দের যাতায়াতের জন্য তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি. এর মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল। পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি. বাউন্ডারি করে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে ছেলে-মেয়েদের স্কুল, কলেজে যাতায়াতে সমস্যা হচ্ছে এবং গ্রামবাসী চলাচল করতে পারছে না। স্থানীয়দের জীবিকা নির্বাহ করতে অসুবিধা হচ্ছে। যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল দাস বলেন, তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি. এর মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল। পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনকস্ট্রাকশন লি. বাউন্ডারি করে রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে বেলা ১১টা থেকে বাসিন্দারা সড়কে অবস্থান নেন। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।

মো. সজল আলী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।