সাভারে চামড়া শিল্পের শ্রমিকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

সাভারের চামড়া শিল্প নগরীতে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা দাবিসহ ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ৫টি গ্রেডে মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। দুপুর ২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতন ঘোষণা করে এবং ৫টি গ্রেডের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয়। তবে কয়েক মাস অতিবাহিত হলেও ট্যানারি মালিকরা সরকার ঘোষিত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে পূর্বের ন্যায় মজুরি দিয়ে আসছেন।

এর প্রতিবাদে গতকাল থেকে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা। দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মজুরি ছাড়াও বিক্ষুব্ধ শ্রমিকরা, প্রতিটি কারখানায় শ্রম আইনেরর বাস্তবায়ন, শ্রমিকের ছবিসহ পরিচয় পত্র ও নিয়োগপত্র, শ্রমিকদের জন্য ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ বেশ কয়েকটি দাবি করেন।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।