নারীদের ফুটবল ম্যাচ বন্ধে খেলার মাঠে ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় মাঠ ঘেরাওয়ের টিনের বেড়া ভাঙচুর করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসরের নামাজের পর এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) ওই মাঠে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানান, আক্কেলপুর উপজেলার তিলকপুরের স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠটি টিন দিয়ে ঘেরাও করে প্রায় দেড় মাস ধরে ফুটবল খেলা চলছিল। মাঠে মাটিতে বসে ৩০ টাকায় ও চেয়ারে বসে ৭০ টাকায় খেলা দেখতে হতো দর্শকদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে নারীদেরকে নিয়ে খেলার আয়োজনের বিরুদ্ধে বক্তব্য দেন কয়েকজন।

তারা বলেন, যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান তাদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন। আগামী দিনে মেয়েদের নিয়ে খেলা বন্ধ করুন। অন্যথায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিলকপুরের স্থানীয় এক বাসিন্দা জানান, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারীদের ফুটবল ম্যাচ বন্ধে খেলার মাঠে ভাঙচুর

তিনি আরও জানান, বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা প্রচার করেন আয়োজকেরা। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মঙ্গলবার আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। মঙ্গলবার আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, খেলার মাঠের টিনের বেড়া ভাঙার বিষয়ে জানিনা। তবে ইউএনও আমাকে জানিয়েছেন বুধবার খেলার আয়োজক ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জাগো নিউজকে বলেন, খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। আয়োজক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে তাঁদের নিয়ে বসার কথা রয়েছে।

আল মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।