খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৯ জানুয়ারি ২০২৫

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। এদিকে গত তিন দিনে তেল উত্তোলন ও পরিবহন সরবরাহ বন্ধ থাকায় খুলনা বিভাগসহ ১৬ টি জেলার তেল পাম্পগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। তেল উত্তোলন শুরু হয়েছে।

গত রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এর পরপরই বিক্ষোভে নামেন ট্যাংক-লরি শ্রমিকরা। তারা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আরিফুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।