এতিমখানায় গেলো অভিযানে জব্দ ১৫০ কেজি জাটকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৯ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) রাতে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জেলার বড় বাজারে এ অভিযান চালান।

বিজ্ঞাপন

এতিমখানায় গেলো অভিযানে জব্দ ১৫০ কেজি জাটকা

তিনি বলেন, ২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ জাটকা বলে বিবেচিত হয়। জাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা গোপালগঞ্জ বড় বাজারের বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে প্রায় দেড়শ কেজি জাটকা জব্দ করেছি। এসময় আড়তগুলোকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় কোর্ট মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আশিক জামান অভি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।