দেশে ফিরে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন

আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। ৫ আগস্টের পর আর তাকে দেশে দেখা যায়নি। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে।

সবশেষ (২৭ জানুয়ারি) সোমবার রাতে সৌদি থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার সাদ্দাম দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ ও ৫ আগস্ট দেবীদ্বারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন। এ ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় দুটি হত্যা মামলা হয়। এরপর তিনি কৌশলে বিদেশে আত্মগোপনে চলে যান।

দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে থানা থেকে ঢাকায় পুলিশ পাঠানো হয়। বিমানবন্দর থানা পুলিশ তাকে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। তবে প্রক্রিয়া চলছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।