ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। এটা পুরোটাই সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে রোড ডিগ্রি কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার বলেন, আমাদের নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই হবে স্বচ্ছ। নির্বাচন কমিশন যদি একটা স্বচ্ছ পাত্র উপহার দিতে পারে, তবে সেই পাত্রে যে পানিই দেওয়া হোক না কেন, তা স্বচ্ছ রং ধারণ করবে। পূর্বের বাস্তবতা থেকে আমরা সতর্ক আছি এবং সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নির্বাচনের বিষয়ে কমিশন কাজ করছে।

সংস্কার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কার্যক্রম চলমান। জেলা-উপজেলাসহ নির্বাচন পরিচালনায় সব ক্ষেত্রে সংস্কার করা হবে। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন- চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে যে কোনো সময় ভোটের দিনক্ষণ ঠিক হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেই সময় চূড়ান্ত করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে খসড়া হয়ে গেলে ২ মার্চে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে উঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে উঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।