‘ট্রেনের টিকিটের টাকা ফেরত পেতেও ভোগান্তি হচ্ছে’

জয়পুরহাটে রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেন না থাকায় অনেক যাত্রী টিকিটের টাকা ফেরত নিতে এসেছেন। এতেও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের জয়পুরহাটের রফিক, সায়েমসহ কয়েকজন বলেন, সোমবার বিকেলে রেলভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আমাদের মাইলেজ, রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মেলেনি। তাই রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছি। এ কারণে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাহুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, আগে থেকে ট্রেন বন্ধের বিষয়টি জানা থাকলে বিকল্প পথে গন্তব্যে যেতাম। ট্রেন না থাকায় টিকিটের টাকা ফেরত নিতে এসেছি। এই টিকিটের টাকা পেতেও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
শফিকুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, আমি যশোর যাবো। টিকিটও কেটে রেখেছিলাম। কিন্তু আজকে রেল স্টেশনে এসে দেখি ট্রেন চলবে না। এখন বিপাকে পড়ে গেলাম।
জয়পুরহাট রেলওয়ের স্টেশনের মাস্টার আমেনা খাতুন জাগো নিউজকে বলেন, গতরাত থেকেই কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে অনেক যাত্রী বিপাকে পড়েছেন। তবে যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
আল মামুন/জেডএইচ/এমএস