ট্রেন বন্ধে বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়
![ট্রেন বন্ধে বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/kishor-1-20250128140537.jpg)
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের মতো কিশোরগঞ্জেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে অনেকে বাসে গন্তব্যে যাত্রা করেন। এছাড়া জরুরি প্রয়োজন না থাকা যাত্রীদের অনেকে বাড়ি ফিরে যান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের ভিড় দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে বলে জানান বাস কাউন্টারের কর্মচারীরা।
ট্রেন বন্ধ থাকায় স্টেশন থেকে ফেরা সোমা আক্তার নামে এক যাত্রী বলেন, ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম। গিয়ে দেখি ট্রেন বন্ধ। জরুরি ঢাকায় যেতে হবে, এজন্য বাসস্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসেই যেতে হবে।
কিশোরগঞ্জ গাইডাল বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ ও গুলিস্তানগামী ‘যাতায়াত প্রাইভেট লিমিটেড’ বাসের কাউন্টার মাস্টার বাশার জানান, অন্য সাধারণ দিনে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে ১০ থেকে ১২টা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু আজ এরইমধ্যে ১৬টি বাস ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করেছে। সব বাসে যাত্রী ছিল পরিপূর্ণ।
অনন্যা স্পেশাল সার্ভিসের কাউন্টার মাস্টার শাহজাহান জানান, অন্যান্য দিনের তুলনায় কিছুটা চাপ রয়েছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬টি বাস গাইডাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান জানান, সকাল থেকে কিশোরগঞ্জ স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাঁচটি ট্রেন কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার কথা ছিল। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
এসকে রাসেল/এফএ/জেআইএম