বাঁশ তুলতে দেরি হওয়ায় টোল প্লাজা ‘ভাঙচুর’ করলেন সমন্বয়করা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর টোল প্লাজায় বাঁশ তুলতে দেরি হওয়ায় ভাঙচুর করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে।

সোমবার (২৭জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

তবে সমন্বয়কদের দাবি, পথচারীদের সঙ্গে টোল প্লাজায় কর্মরত ব্যক্তিরা দুর্ব্যবহার করা নিয়ে ঝামেলা হয়েছিল। এসময় তারা সামনে ছিলেন। পরে তারা সেই বিষয়টি সমাধান করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম। এসময় তার সঙ্গে ছিলেন সিলেট-সুনামগঞ্জ দোয়ারাবাজারের সমন্বয়ক নেতারা। অনুষ্ঠান শেষে ছাতক সুরমা সেতুর টোল প্লাজায় বাঁশ তুলতে দেরি হওয়ায় তারা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে টোল প্লাজা ভাঙচুর করেন সমন্বয়করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে বিষয়টি অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম।

তিনি বলেন, ‘টোল দেওয়া ও বাঁশ তোলা নিয়ে আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। পথচারীদের সঙ্গে টোল প্লাজায় কর্মরত ব্যক্তিরা দুর্ব্যবহার করায় ঝামেলা হয়েছিল। সেসময় আমরা ঘটনাস্থলে ছিলাম। আমরা বিষয়টি সমাধান করেছি।’

আবু সালেহ আরও বলেন, ‘আমাদের সঙ্গে অনেকগুলো গাড়ি ছিল। টোল দিতে গিয়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছিল। এ নিয়ে পথচারীদের সঙ্গে টোল প্লাজায় কর্মরত ব্যক্তিদের সমস্যা হয়েছে। কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জাগো নিউজকে বলেন, সমন্বয়করা দোয়ারাবাজারে একটি অনুষ্ঠান শেষে ফিরছিলেন। পথে টোল প্লাজার বাঁশ তুলতে দেরি হওয়ায় প্লাজার কর্মরত ব্যক্তিদের সঙ্গে তারা বিতণ্ডায় জড়ান। পরে টোল প্লাজা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।