বাউফলে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীর বাউফলে মো. সুজন হাওলাদার (৩০) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারায়ণপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মিরাজের (৩০) নেতৃত্বে হত্যাকাণ্ড হয়। তবে হত্যাকাণ্ড সম্পর্কে এর বেশি বলতে পারেন নি তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, তার শরীরের চার অংশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের আইনের আওতায় নিতে মাঠে কাজ শুরু করেছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।