হেফাজত মহাসচিব
ক্ষমতা পাকাপোক্ত করতে আলেমদের ব্যবহার করেছিল আওয়ামী লীগ

ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ আলেমদের ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাজিদুর রহমান বলেন, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে।
হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী প্রমুখ।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম