হেফাজত মহাসচিব

ক্ষমতা পাকাপোক্ত করতে আলেমদের ব্যবহার করেছিল আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ আলেমদের ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাজিদুর রহমান বলেন, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে।

বিজ্ঞাপন

হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।