ফ্যাসিবাদী শক্তিকে মাটিচাপা দেওয়া হবে: উপদেষ্টা আদিলুর
![ফ্যাসিবাদী শক্তিকে মাটিচাপা দেওয়া হবে: উপদেষ্টা আদিলুর](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/adil-20250126202656.jpg)
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকারের প্রধান কাজ ফ্যাসিবাদকে প্রতিহত করা। তাদের বিচার করা ও এ শক্তিকে চিরস্থায়ীভাবে মাটিচাপা দেওয়া।
রোববার (২৬ জানুয়ারি) বিকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে নিহতের স্বজনদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলনের পর গুরুত্বপূর্ণ আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। আমরা সচেতন আছি যেনো বিচার সঠিকভাবে হয়। অপরাধীরা ধরা পড়েন। পলাতকদের ফিরিয়ে আনার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস