মানিকগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আসিফ নজরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আসেন।

এ সময় ড. আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রদের কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের যোগানের মাধ্যমে অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, সিংগাইর সার্কেল জোনের এএসপি নাজমুল হাসান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. সজল আলী/আরএইচ/জেআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।