উখিয়া-টেকনাফ সীমান্ত সফরে মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে ঘুরে বেড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে টেকনাফ সমুদ্র সৈকত ও শাহপরীর দ্বীপ সীমান্ত ঘুরে দেখেন তিনি। এ সময় মহাসচিবকে কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মীদের ছবি তুলতে দেখা গেছে। তিনি সমুদ্র সৈকতে থাকা জেলেদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন।

বিজ্ঞাপন

উখিয়া-টেকনাফ সীমান্ত সফরে মির্জা ফখরুল

এ সময় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ টেকনাফ উপজেলা বিএনপির নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলীয় একাধিক সূত্র জানায়, এটি বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন। ২৬ জানুয়ারি তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।