হবিগঞ্জে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো জনতা
হবিগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের কোর্ট মসজিদের সামনের সড়কে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। পরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আন্দোলনে গুলিবিদ্ধ শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া গত বছরের ৮ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন।
বাদীর অভিযোগ, ৪ আগস্ট তিনকোনা পুকুরপাড় এলাকায় আসামিদের কয়েকজন গুলি করলে তিনিসহ অনেকে আহত হন। পরে আন্দোলনকারী ছাত্র-জনতা এক হয়ে অগ্রসর হলে আসামিরা পালিয়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ছাত্র-জনতা জাকিরকে থানায় সোপর্দ করেছে। তাকে আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জিকেএস