ইচ্ছাকৃতভাবে অন্যায়কারী পুলিশ সদস্যের বিচার হবে: আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৬ জানুয়ারি ২০২৫

ইচ্ছাকৃতভাবে অন্যায়কারী পুলিশ সদস্যদের বিচার হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। যেসব পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সঙ্গে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

আইজিপি বলেন, পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। জনগণের সঙ্গে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজশাহী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।