মোংলায় ভটভটি উল্টে নিহত ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৬ জানুয়ারি ২০২৫

মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বুধবার দিনগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভটভটি চালক দিদার মোল্লা (২৫) ও রোকন উদ্দিন খোকন (৬০)। নিহত ভটভটি চালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। আর রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়।

বিজ্ঞাপন

নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছালে রাস্তার ওপরের পাথরের স্তূপে উঠে গেলে ভটভটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দিদার মোল্লা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোকন উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক বলেন, নিহতরা ধান কাটা শ্রমিক। তারা সবাই মিলে খুলনার দাকোপের লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। পারিশ্রমিক বাবদ ৭১ বস্তা (৭০/৮০ মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে ওই ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আর থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

আবু হোসাইন সুমন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।