প্রাণ-আরএফএল গ্রুপের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
গাজীপুরে মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) গ্রুপের সেন্ট্রাল প্রটেকশন কর্মকর্তা সাজু আহমেদ মেট্রোপলিটন থানায় মামলাটি করেন।
এর আগে সোমবার দুপুর সোয়া ২টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় কারখানার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার বিকে বাড়ির প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন কোম্পানির ক্রেডিট রিয়াইলেজশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন (৫৬)। বেলা সোয়া ২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সংকেত দেন। এ সময় তাদের সঙ্গে সাদা পোশাকে আরও ৮-১০ জন ছিলেন। চালক মুজিবুর রহমান গাড়ি থামালে ডিবি পুলিশ পরিচয়ধারীরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক মুজিবুর রহমান ও হেলাল উদ্দিনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে মারধর শুরু করে। ছিনতাইকারীরা মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেয়। এসময় মজিবুর রহমান চিৎকার দিলে তাদের বেধড়ক মারধর করে চোখমুখ বেঁধে ফেলে। পরে টাকা নিয়ে বেলা সোয়া ৩টার দিকে তাদের নগরীর বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে চলে ছিনতাইকারীরা। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হেলাল উদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, পুলিশ ওই ছিনতাইয়ের ঘটনাটির মামলা নিয়েছে। তদন্ত কাজ এগিয়ে চলছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস