ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

ফেনীতে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী ও র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফেনী অ্যানিমেল লাভার্সের উদ্যোগে শহরের মিডটাউন মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিড়ালের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের অর্ধশতাধিক বিড়াল প্রদর্শিত হয়। সৌন্দর্য নির্ধারণে ‘র‌্যাম্প শো’ প্রতিযোগিতায় নামানো বিড়ালদের।

বিজ্ঞাপন

ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো

ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে প্রাণিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। প্রদর্শনী ছাড়াও অনুষ্ঠানে বিনামূল্যে বিড়ালের ভেটেরিনারি চিকিৎসা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রদর্শনীতে আসা সামিয়া আক্তার বলেন, ‘বিড়াল পালনে মানসিক শান্তি পাওয়া যায়। প্রদর্শনীতে অংশ নিয়ে ভালো লাগছে। প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে এই আয়োজন। এটা ফেনীর জন্য একটা মাইলফলক।’

ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো

ফেনী প্যাড ক্লিনিকের ভেটেরিনারি চিকিৎসক মো. ইব্রাহীম বলেন, ‘আয়োজনে অংশ নেওয়া কয়েকটি বিড়ালের চিকিৎসা দেওয়া হয়েছে। আমি অসুস্থ বিড়ালদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফেনী অ্যানিমেল লাভার্সের সংগঠক সাইমুন ফারাবী বলেন, এটি দ্বিতীয়বারের আয়োজন। দিনদিন মানুষের বিড়াল পালনের প্রবণতা বাড়ছে। প্রদর্শনীর মাধ্যমে মানুষ পোষাপ্রাণীর বিষয়ে জেনেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।