ব্রাহ্মণবাড়িয়া

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে মামাতো ভাইকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫
নিহত ইসরাফিল মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসরাফিল মিয়া (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাফিল মিয়া খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্তের নাম বাবু মিয়া (৩০)। তিনি একই গ্রামের মজনু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ভাই ইসমাইল মিয়া জানান, বিকেলে খেওড়া গ্রামে মেলা বসে। সেই মেলায় হত্যাকারী বাবু মিয়া ও তার ভাই ইসরাফিল মিয়া একটি রিং খেলা নামে জুয়ার আসর বসায়। সন্ধ্যায় খেলা শেষে তাদের এক হাজার লোকসান হয়। সে এক হাজার টাকার অর্ধেক ৫০০ টাকা ইসরাফিলের কাছে দাবি করে বাবু মিয়া। তিনি আগের পাওনা ৫০০ টাকা কর্তন করতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডা হলে বাবু ইসরাফিলকে মারধর করেন।

ইসরাফিল বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ইসরাফিলের বাবা মিন্টু মিয়া একই মহল্লার বোনের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর ক্ষিপ্ত বাবু তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ইসরাফিলের মাথায় আঘাত করেন। এক পর্যায়ে ইসরাফিল মাটিয়ে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে ইসরাফিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের মা আয়েশা বেগম বলেন, আমার চার ছেলে থেকে একটি ছেলেকে কেড়ে নিয়েছে হত্যাকারীরা। আমি আমার ছেলের হত্যার ফাঁসি চাই।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, সামান্য বিষয় নিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা খুবই মর্মান্তিক। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।