ডিজেল না দিলে আগুন লাগিয়ে দেবো: ব্যবসায়ীকে হুমকি বিএনপি নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৫

বাকিতে ডিজেল না দেওয়ায় যশোরের এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে ওই বিএনপি নেতা অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার সোমবার সকালে নারিকেলবাড়িয়া বাজারে বলাই সাহার দোকানে ডিজেল কিনতে যান। বাকিতে ডিজেল না দেওয়ায় বলাই সাহার ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে দোকানে আগুন ধরিয়ে ওই ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ব্যবসায়ী বলাই সাহা বলেন, গোলাম মোস্তফা শিকদার এক ব্যারেল ডিজেল বাকিতে কেনার কথা বলে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আর বলেন, ‘আমাকে চিনিস! আমি বাঘারপাড়া বিএনপির বড় নেতা। ডিজেল না দিলে তোর ঘরে আগুন লাগিয়ে দেবো। এরপর তোর হাত-পা ভেঙে দেবো। দেখি তোকে কে ঠেকায়।’

তবে বিএনপি নেতা গোলাম মোস্তফা দাবি করেছেন, হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বলাই সাহার দোকান থেকে আমি নিয়মিত ডিজেল নেই। প্রতি মৌসুমে এই দোকান থেকে লাখ লাখ টাকার তেল কেনা হয়। সম্প্রতি আগের বাকি পরিশোধ করে আবার বাকিতে ডিজেল নিয়ে যাই। এদিন বলাই সাহার ভাই বিশ্বজিৎ সাহা বাকি দেবেন না বলে আমাকে জানালে আমি টাকা পরিশোধ করে তেল নিয়ে আসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা শিকদার যে কাজ করেছেন তাতে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। থানা ও জেলা বিএনপির উচিত বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

মিলন রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।