কক্সবাজারে এনজিও কর্মীসহ দুজনের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

কক্সবাজারে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এরমধ্যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ডাম্প ট্রাকের ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত ও টেকনাফ মুচনীর রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড় থেকে বস্তাবন্দি অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ওই এনজিও কর্মীর নাম রাবেয়া আক্তার (২২)। তিনি উখিয়ার কোট বাজারের হেলাল উদ্দিনের স্ত্রী। অপর যুবক নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শরিফ (২৩)।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিকেলে মুচনী ক্যাম্পের পাশে পাহাড় থেকে মো. শরিফ নামে এক রোহিঙ্গা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে তাকে হত্যা করে পেলে রেখেছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় এনজিও কর্মী রাবেয়া আক্তার নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে এপিবিএন পুলিশ ট্রাকচালককে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।