কটিয়াদীতে ডিবি পরিচয় দেওয়া ৬ প্রতারক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডিবি পরিচয় দেওয়া ছয় প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বোয়ালিয়া গ্রামে হাজী সিরাজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), জেলার করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহা (৫০) ও কুড়িগ্রামের উলিপুর থানার পাঁচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।

জানা যায়, কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ডিবি পুলিশ পরিচয়ে অভিযান চালায় তারা। এসময় সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন কটিয়াদী মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

এসকে রাসেল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।