নওগাঁয় দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

নওগাঁর পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর এলাকায় এ অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবীর।

আজিজুল কবীর বলেন, নজিপুরের ডক্টর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গেলে সেখানে সঞ্জীব কুমার নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দেন। তবে তিনি কমিউনিটি ক্লিনিকের একটি সনদ ছাড়া অন্যকোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে যেসব ওষুধ বা এন্টিবায়োটিক লিখেছেন সেটি তিনি লিখতে পারেন না। নামের আগে চিকিৎসক লিখে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে তার দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

jagonews24

বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠান পরিচালক প্রদীপ কুমার অবগত রয়েছেন। এরপরও তিনি সঞ্জীব কুমারকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এ অপরাধে পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।