কারেন্ট জাল উৎপাদন বন্ধে আইন পরিবর্তন হচ্ছে: ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কারেন্ট জাল উৎপাদন বন্ধে আইনের পরিবর্তন ও বাস্তবায়নে কাজ চলছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ১৯৫০ সালের সে পুরানো আইনে পরিবর্তন আনতে হবে। আইনের পরিবর্তনের বিষয়ে কাজ চলছে। খুব শিগগির সে আইন পাস করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মৎস্য কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার নেই, ফলে অনেক কিছু তারা করতে পারে না। আইনের ব্যাপারে কাজ করবো।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম