সিদ্ধিরগঞ্জে হাসনাত আব্দুল্লাহ

গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত দিল্লি থেকে আর আসবে না

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর চলবে না। গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাসনাত আরও বলেন, লড়াই শেষ হয়ে যায়নি, শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ওয়াসিম শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদদের খাতায় আমার কিংবা আপনার নামও থাকতে পারে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলীসহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা।

মো. আকাশ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।