রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৭০০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এরমধ্যে প্রায় ৪০০ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দিনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা ও প্রাণ-আরএফএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি হেড মো. রোকনুজ্জামান বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বদ্ধপরিকর। তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. যহুর আলী বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য এ ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী কলেজ এ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত।
এসময় আগের বছর প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি পাওয়া আয়েশা আক্তার ও সোনিয়া হালদার নামের দুই শিক্ষার্থী অভিজ্ঞতা তুলে ধরেন।
সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম