রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৭০০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এরমধ্যে প্রায় ৪০০ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

বিজ্ঞাপন

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দিনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা ও প্রাণ-আরএফএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি হেড মো. রোকনুজ্জামান বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বদ্ধপরিকর। তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. যহুর আলী বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য এ ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী কলেজ এ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় আগের বছর প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি পাওয়া আয়েশা আক্তার ও সোনিয়া হালদার নামের দুই শিক্ষার্থী অভিজ্ঞতা তুলে ধরেন।

সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।