টিসিবির পণ্যে অখুশি গ্রাহক, তেল চেয়ে ৫৭০ জনের আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে টিসিবির পণ্যে চাল, ডাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ দেওয়ার দাবিতে লিখিত আবেদন দিয়েছেন ৫৭০ জন মানুষ। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ দেন তারা।

স্থানীয়দের অভিযোগ, ২৭০ টাকায় পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল দিলো ডিলার। এর আগে ৪৭০ টাকা নিয়ে পাঁচ কেজি চাল, দুই কেজি মসুরের ডাল ও দুই লিটার সয়াবিন তেল দিতেন। কিন্তু গত দুই মাস সয়াবিন তেল দেওয়া বন্ধ করে দিয়েছে।

বিজ্ঞাপন

আব্দুস সামাদ খান বলেন, প্রয়োজনীয় খাদ্য পণ্য চাল, ডাল, তেল, চিনি, আটা, আলু, পেঁয়াজের দাম নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আবার ডিলার টিসিবিতে তেল বাদ দিয়ে নিম্নমানের চাল ও ডাল দিচ্ছে। আমরা টিসিবিতে সব নিত্যপণ্য চেয়ে লিখিত আবেদন করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, উপজেলায় ১৩ হাজার ৬৩২ জন টিসিবির গ্রাহক রয়েছেন। তেল না পেয়ে গ্রাহকরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তেলসহ সব পণ্য দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।