গোপালগঞ্জে ৩ ঘণ্টা ধরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে দেওয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলছে। টানা তিন ঘণ্টা ধরে চলছে সংঘর্ষ।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর সমর্থকরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে দুই গ্রুপের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এখানো সংঘর্ষ চলছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এর বেশি আর বলতে পারবো না।

আশিক জামান অভি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।