‘আড়াইশ ভরি’ সোনা চুরি

সিসিটিভি ফুটেজে ‘অপরিচিত’ ব্যক্তিদের খুঁজছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

সিলেট নগরীর অভিজাত শপিংমল আল হামরা শপিং সিটিতে সোনার দোকানে চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো থানায় অভিযোগ দেননি দোকান মালিক।

তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সকালে মার্কেটে কয়েকজন ব্যক্তির হাঁটাচলার ভিডিও পেয়েছে পুলিশ। এর সূত্র ধরে তদন্ত কাজ চলছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে আল হামরা শপিং সেন্টারের চতুর্থ তলায় নুরানি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা জানাজানি হয়। এদিন সকালে অথবা আগের দিন রাতের কোনো একসময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন নুরানী জুয়েলারির স্বত্বাধিকারী মো. জাবেদ চৌধুরী। চুরির ঘটনায় অন্তত আড়াইশ ভরি সোনা খোয়া গেছে বলে দাবি তার।

খোঁজ নিয়ে জানা যায়, আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি দোকানে (৪৩১, ৪৩৩ ও ৪৩৫ নম্বর) প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আসেন কর্মচারীরা। তারা শাটার খুলে দেখেন দোকানে সোনা নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়।

শুক্রবার বিকেলে এসএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বেশ রহস্যজনক। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য-প্রমাণ উদঘাটন করা সম্ভব হয়নি। তবে মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায়নি।’

সিসিটিভি ফুটেজে ‘অপরিচিত’ ব্যক্তিদের খুঁজছে পুলিশ

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না মিললেও সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সকালে কয়েকজন ব্যক্তির মার্কেটে প্রবেশের ভিডিও সংগ্রহ করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

এদিকে, চুরির ঘটনায় মালিক পক্ষের দাবি, বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো একসময় শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যায় চোরেরা। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় তারা দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে গেছেন। দোকান থেকে অন্তত আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।

এ বিষয়ে নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী শুক্রবার বিকেলে জাগো নিউজকে বলেন, চুরির ঘটনায় তিনি এখন একটি বৈঠকে আছেন। পরে কথা বলবেন।

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।