সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৫
সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম

টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে।

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপদেষ্টা আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক আফজল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান প্রমুখ।

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

এসময় বক্তারা বলেন, সাদপন্থিরা ভারতের এজেন্ট। টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথি ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, ঠিক তখনই চিহ্নিত সাদপন্থিরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে শহীদ করেন। অসংখ্য ভাইকে আহত করেন। আমরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। দেশের সব মসজিদে তাদের কার্যকলাপও নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, বিশ্বের ওলামায়ে কেরাম সাদপন্থিদের ভ্রান্ত ও কুফরি আকিদাগুলো তুলে ধরেছেন। তারা সংশোধন না করে প্রমাণ করেছেন, তারা বাতিল ও পথভ্রষ্ট। তাদের বাংলার মাটিতে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।