অস্ত্র হাতে ঘুমাচ্ছিলেন ব্যবসায়ী, আটক করলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৫
সেনাবাহিনীর হাতে আটক আবদুস সাত্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদেশি পিস্তলসহ আবদুস সাত্তার (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তিনি অস্ত্র নিয়ে ঘরে একা ঘুমাচ্ছিলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরের দিকে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আবদুস সাত্তার ওই বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে।

আটকের সময় আবদুস সাত্তারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৯ এমএম), ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, ধারালো ছুরি ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

অস্ত্র হাতে ঘুমাচ্ছিলেন ব্যবসায়ী, আটক করলো সেনাবাহিনী

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফুজ্জামানের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তারকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জাগো নিউজকে বলেন, আবদুস সাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।