রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৩২ এএম, ১০ জানুয়ারি ২০২৫
ছবি- সংগৃহীত

রাজবাড়ীতে দুটি চোরাই মোটরসাইকেল ও চু‌রির সরঞ্জামসহ দুই চোর‌কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডি‌বি) পু‌লিশ। বৃহস্প‌তিবার রা‌ত সাড়ে ১০টার দি‌কে রাজবাড়ী জেলা পু‌লিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, চু‌রি করা মোটরসাইকেল নিজেদের হেফাজতে রেখেছে এমন সংবাদের ভি‌ত্তিতে রাজবাড়ী ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল বিকেলে জেলার কালুখালীর কালীনগরে অভিযান পরিচালনা ক‌রে।

অ‌ভিযা‌নে বিপুল শেখের বসতবাড়ি থেকে মাগুরার দড়িমাগুরা কারিগর পাড়ার আব্দুর রশিদের ছে‌লে রমজান বিশ্বাস (৩২) ও রাজবাড়ী পাংশার মৈশালা পালপাড়ার অসিত রায়ের ছে‌লে অনিক রায়কে (২৬) দুটি চোরাই মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

রাজবাড়ী অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।