ঘোড়দৌড়ে জিতে ছাগল পেলো কাজলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ খেলা দেখতে ভিড় জমান হাজারও জনতা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউল মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২০০ ঘোড়ার মধ্যে প্রথম স্থান অর্জন করে কাজলি নামের ৮ বছরের এক শিশু (ঘোরসওয়ার)। পুরস্কার হিসেবে তার হাতে একটি ছাগল তুলে দেওয়া হয়।

ঘোড়দৌড়ে জিতে ছাগল পেলো কাজলি

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আগের দিন থেকেই বরেন্দ্র অঞ্চলের বেশিরভাগ বাড়িতে ভিড় জমান আত্মীয়-স্বজনরা। সদর উপজেলার বাসিন্দা আহসান হাবিব নাচোলে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

আহসান হাবিব জাগো নিউজকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থার করছি। গ্রাম-বাংলার এসব খেলা দেখতে পাই না। তাই গতকাল থেকে এই এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছি।’

ঘোড়দৌড়ে জিতে ছাগল পেলো কাজলি

গোমস্তাপুর উপজেলা থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা রিপন আলী বলেন, ছোটবেলা থেকেই ঘোড়া আমার ভীষণ পছন্দের। ঘোড়দৌড় দেখতে ভালো লাগে তাই এসেছি।

অনুষ্ঠানস্থলে বাদাম বিক্রি করছিলেন আশিক আলী। তিনি বলেন, প্রতিবছর এই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। প্রতিবছর এখানে এসে বাদাম বিক্রি করি। এখানে সকাল থেকেই জনসমাগম বাড়তে থাকে। তাই বিক্রিও হয় অনেক।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।