অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘি গোয়ালবাড়ি পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো বলে তথ্য ছিলো। এসময় এক্সাভেটর মালিক রশিদ প্রামানিককে ৫০ হাজার ও বড় ট্রলি গাড়ি মালিক শাহিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।