চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা, ভ্রুক্ষেপ নেই ভূমি কর্মকর্তার
অযত্ন আর অবহেলায় চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা। এ অবস্থায় অফিসের কার্যক্রম পরিচালনা করছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। এমনই চিত্র লক্ষ্য করা গেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়ন (ভূমি) অফিসে।
বুধবার (৮ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, দুপুর ২টার দিকে কার্যদিবস চলাকালে ধানকোড়া ইউনিয়ন (ভূমি) অফিসের ছাদে একটি কোনায় চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা। আর ভূমি কর্মকর্তা নুর ইসলাম অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। পরে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে অফিস সহকারীকে দিয়ে তড়িঘড়ি পতাকা উত্তোলন করান।
এ বিষয়ে অফিস সহকারী আক্তার হোসেন বলেন, ‘জাতীয় পতাকা রোজ (প্রতিদিন) উত্তোলন করা হয়। আজ হয়তো ভুলে উত্তোলন করা হয়নি।’
ধানকোড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নুর ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করি। মাঝে মধ্যে মনের ভুলে উত্তোলন করা হয় না।’
এ বিষয়ে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। যদি সত্যিই তিনি জাতীয় পতাকা উত্তোলন না করে চেয়ারে ফেলে রাখেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সজল আলী/এসআর/জিকেএস