তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট: তিন কর্মকর্তার শাস্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

রংপুরে তথ্য মেলায় শেখ হাসিনার বাণী সংবলিত ও মুজিববর্ষের লোগোসহ লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিন কর্মকর্তার মধ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দফতরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মো. মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি এবং জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করে জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) হিসেবে মৎস্য অধিদফতরে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর থেকে এ আদেশ জারি করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে গত ২২ ডিসেম্বর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে তথ্য মেলার উদ্বোধনী দিনে শেখ হাসিনার বাণী ও মুজিববর্ষের লোগো সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই চারটি স্টল হলো জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও সঞ্চয় ব্যুরো।

বিতর্কিত এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

জিতু কবীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।