জুয়ার আসর বসিয়ে বহিষ্কৃত কৃষকদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৯ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে জুয়ার আসর বসানোর অভিযোগে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সদস্য খলিলুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। এতে উল্লেখ করা হয়, উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত প্রদান করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।

তিনি বলেন, জুয়ার আসর বসানো দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ। তাই মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে ‘ওয়ান-টেন’ নামে জুয়ার আসরে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িদের মধ্যে আইনজীবী-কাউন্সিলরসহ ৯ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা জজ কোর্টের আইনজীবী কায়কোবাদ হোসেন (৪৯), জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম (৫৫), মর্তুজা রেজা (৬৭), অরুন খান (৪৫), মোজাম্মেল (৫৫), মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও রতন মন্ডল (৩২)। অভিযানে জুয়াড়িদের বহনকারী একটি পাজেরো, ২টি প্রাইভেটকারসহ জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

পরদিন মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এই জুয়ার আসরটি পরিচালনা করতেন।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।