রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো গ্রামবাসী
হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহাল দখল নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষ চলে। এ সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহাল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম