বিচারের আশ্বাস

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

ফেলানী হত্যার বিচার ও তার পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে সাক্ষাৎকালে এমন আশ্বাস দেন তিনি।

ফেলানীর ছোট ভাই মো. জাহান উদ্দিন বলেন, সকালে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রকিব, হাসান জিহাদী, অ্যাডভোকেট মাহবুবসহ অন্যরা বাবা-মাসহ আমাকে নিয়ে ঢাকায় যান। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের সঙ্গে তার বাসভবনে দেখা করান। উনার সঙ্গে কথা বলে আমরা চিন্তামুক্ত হয়েছি। আমার তিন ভাই-বোনের পড়াশোনার খরচ, ঘরবাড়ি পুনর্বাসন ও যোগ্যতার ভিত্তিতে চাকরির আশ্বাস দেন তিনি।

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, আমার মেয়েকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। বিচারের আশায় ১৪ বছর কেটে গেলো। ফেলানী হত্যার বিচার দ্রুত করার ব্যবস্থাসহ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ১৪ বছর পর সরকারের (উপদেষ্টা আসিফ মাহমুদ) এমন আশ্বাস ভালো লাগছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।