নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার রুস্তম রব্বানি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ী বাসচালককে গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন
শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীরা জানান, ৫ জানুয়ারি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৩ নম্বর গেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহন হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা রুস্তম রব্বানী। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান।

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

তারই জেরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। এসময় তারা ঘাতক বাসচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানান।

পরে পুলিশ ও শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ঘাতক বাস ও তার চালককে আটকের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের আশ্বাস দিলে যাত্রী ভোগান্তির বিষয়টি মাথায় রেখে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।