অতিরিক্ত দামে চাল বিক্রি, ৫ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে মহানগরীর শম্ভুগঞ্জ বাজারে অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে এ অভিযান চলে।

এসময় দোকানি শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা, ফারুককে আট হাজার, আজহারকে সাত হাজার, খাদ্য ভাণ্ডারের চালের ডিলার আব্দুল বারেককে ২০ হাজার ও চালের আড়তদার সুবহানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম জাগো নিউজকে বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করা হচ্ছিল। এসব দোকানি, ডিলার ও আড়তদার মূল্য তালিকা পারেন নি।

তিনি বলেন, অন্যান্য চালের দোকানসহ নিত্যপণ্যের বাজারগুলোতে অভিযান চালানো হবে। অতিরিক্ত দামে বিক্রি করে ক্রেতাদের ঠকানোর প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।