৬ মাসে হাফেজ হলো ৯ বছরের হোসাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

কুমিল্লার দেবীদ্বারে ৬ মাসে হাফেজ হয়েছে মো. হোসাইন আহমেদ (৯) নামে এক শিশু। এ নিয়ে পরিবারে আনন্দ বিরাজ করছে।

হোসাইন আহমেদ উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে উপজেলার বড়কান্দা গ্রামের রাজমিস্ত্রির ঠিকাদার মো. মামুন মিয়ার ছেলে।

এ বিষয়ে হোসাইন আহমেদের শিক্ষক হাফেজ মো. রিফাত হোসেন বলেন, হোসাইন আহমেদ খুব মেধাবী। সে আমাদের মাদরাসায় ভর্তি হয়েছে মাত্র এক বছর হলো। এরমধ্যে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ৬ মাসে কুরআনের হিফজ সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সে।

মাদরাসা পরিচালক মাওলানা আব্দুল জব্বার বলেন, এক বছর আগেও হোসাইন বড়কান্দা আইডিয়াল স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে তার বাবার স্বপ্ন ও ইচ্ছা পূরণে তাকে আমাদের মাদরাসায় ভর্তি করিয়ে দেন।

হোসাইন আহমেদের বাবা মো. মামুন মিয়া বলেন, ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন অনেক দিন ধরে লালন করছি। পরে বিষয়টি মাওলানা আব্দুল জব্বারের সঙ্গে শেয়ার করলে তিনি বড়কান্দা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদরাসায় ভর্তি করিয়ে দিতে বলেন। মাত্র ৬ মাসে আমার ছেলে হাফেজ হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।