সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

আদালতে হাজিরা দিতে এসে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের করা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে। তিনি মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় জুয়েল রানার আদালতে চেক ডিজঅনার মামলায় তিনি আত্মসমর্পণ করেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০-৬০ নেতাকর্মী স্বসস্ত্র হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা করেন। আদালত আবেদন আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

আসিফ ইকবাল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।