পুকুর থেকে হাত-পা বাঁধা কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রংপুরে হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার সদ্য পুষ্করিণী ইউনিয়নের জানকী ধাপেরহাট এলাকার বসুনিয়ার চাতাল সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার সাইফুল মিয়া জানান, পুকুরে এক কিশোরের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ছেলেটির বয়স আনুমানিক ১৬-১৭ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি।

সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিভ মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

জিতু কবীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।