কুষ্টিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে অনশনসহ ৩ দিনের কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা। সোমবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৮ জানুয়ারি বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।

কুষ্টিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে অনশনসহ ৩ দিনের কর্মসূচি

লিখিত বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, ৪ নভেম্বর জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। আমাদের সবার প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ করবেন। কিন্তু ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম-আহবায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশ আহ্বায়ক ও সদস্যসচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত। যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মজুমদার, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবিরসহ দলের পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।