প্রকাশ্যে জনসমাগম এলাকায় ধূমপান, ৭ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত ধূমপায়ীকে জরিমানা করেছে জেল প্রশাসন। একই সময় হেলমেট ও ড্রাইভিং লাইনেন্স না থাকায় আটজনকে জরিমানা করা হয়।

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় ও গোর-এ শহীদ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রকাশ্যে জনসমাগম এলাকায় ধূমপান, ৭ জনকে জরিমানা

দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, প্রকাশ্যে জনসমাগম এলাকায় যারা ধূমপান করছিলেন এবং যারা হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছিল তাদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।